আলো রিপোর্ট;গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝখানে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।
পলাশবাড়ী থানার পরিদর্শক তদন্ত দিবাকর অধিকারি জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটির সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ওই বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি হেফাজতে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply