চট্টগ্রামের অভিজাত ও জনপ্রিয় মিষ্টান্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে অধিদপ্তরের কর্মকর্তারা কারখানার ভেতর তৈরিকৃত মিষ্টিতে মরা মাছি এবং দইয়ে তেলাপোকার দৌড়াদৌড়ি দেখতে পান। পাশাপাশি কারখানার অভ্যন্তরে অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ফুলকলিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে বাকলিয়ায় ফুলকলির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা গেছে, তাদের মিষ্টিতে মরা মাছি, সরবরাহের জন্য রাখা দইয়ে তেলাপোকা হাঁটছে, দৌড়াচ্ছে। তাছাড়া অপরিচ্ছন্ন ফ্লোরে মুরগি কাটছেন কারখানার শ্রমিকরা।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মজুতের অপরাধে তাদের এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এদের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply