আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করে রাশিয়া। কৃষ্ণসাগরে অবস্থানরত একটি যুদ্ধজাহাজ থেকে আজ (সোমবার) ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এসব ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নেপ্রোপেত্রোভস্কে এসব ক্ষেপণাস্ত্র মজুদ করা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নির্মিত HIMARS মাল্টিপল রকেট লঞ্চার, M772 হাউইটজার এবং 2SP পাইওন সেল্ফ প্রপেল্ড গান ধ্বংস করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ আজ নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান।
তিনি আরো জানান, খারকিভ শহরে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ২৫০ জন যোদ্ধা নিহত ও ২৫টি যান ধ্বংস হয়।
গত সপ্তাহেও রাশিয়া দাবি করেছিল যে, আমেরিকার দেয়া দুই ইউনিট HIMARS মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে তারা। চলতি মাসে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে যে, ইউক্রেনকে আরো চারটি HIMARS মাল্টিপল রকেট লঞ্চার দেবে। এর ফলে ইউক্রেনকে দেয়া HIMARS মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যা হবে ১২টি।
Leave a Reply