নিজস্ব প্রতিবেদক : রাজনগর উপজেলার ব্রাহ্মণ গাঁও লন্ডন প্রবাসীর পিতার নিকট চাঁদা চেয়ে না পাওয়ায় গৃহবন্দি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে লন্ডন প্রবাসী হাফিজ মোসলে উদ্দিনের পিতা মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং-০৬/২২ইং। মামলার অভিযোগে জানা যায়, একি গ্রামের মিজানুর রহমার মিজু ও সিজু আহমেদ সিজু গত ৯ মে হইতে তাঁর নিকট রড় অংকের চাঁদা চেয়ে আসছে। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃত জানালে তারা মৌলানা নাসির উদ্দিন আখন্দের বাড়িতে প্রবেশের রাস্তা দিয়ে চলা চলে বাঁধা সৃষ্টি করে। এমনকি তাঁর বাড়িতে তাদের আত্মীয় স্বজন প্রবেশ করতেও বাঁধা দেয় এব্যাপারে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাড়িতে আত্মীয় স্বজন প্রবেশ ও তাকে তার বাড়ি থেকে বের হতে বাঁধা দেওয়ায় তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) জানান ১৯৯৪ সালে মিজানুর রহমার মিজুর সাথে রাস্তা নিয়ে সমস্যা সৃষ্টি হলে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়ে পঞ্চায়েত বসানো হয়। এই পঞ্চায়েতে অর্ধাশতাধিক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। বর্তমানে তাঁর ছেলে লন্ডন প্রবাসী হওয়ায় মিজানুর রহমার মিজুর ও তার ভাই সিজু আহমেদ সিজু এই রাস্তা দিয়ে চলাচল করতে নানা অজুহাতে বড় অংকের চাঁদা দাবী করছে। চাঁদা না দেওয়ায় রাস্তা দিয়ে চলাচল করতে বাঁধা সৃষ্টি করছে। এব্যাপারে ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) এর নিকট মিজানুর রহমান মিজু ও সিজু আহমেদ সিজুর চাঁদা দাবীর বিষয়টি শুনেছি। এছাড়াও আমার ইউনিয়নের গ্রাম আদালতে মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) বিচার প্রার্থী হয়ে মামলা দিয়েছেন। মৌলানা নাসির উদ্দিন আখন্দ(৬৫) এর পাশের বাড়ি মিজানুর রহমার মিজু ও সিজু আহমেদ সিজু তাদের নানার বাড়িতে থাকে। তাদের আয় রোজগারের জন্য কোন ব্যবসা বানিজ্য নেই। বিষয়টি আমি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখবো বলে জানান।
Leave a Reply