সংবাদপত্র ডেস্ক ;রাজবাড়ীর কালুখালীর চাদপুর ফায়ার সার্ভিসের সামনে থ্রি হুইলার, প্রাইভেটকার এবং ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের রাজবাড়ী ও কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, নিহতরা সকলেই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন দৈনিক সংবাদপত্রকে জানান, সকালে কালুখালি উপজেলার চাদপুর রেলগেট এলাকায় ত্রিমুখী সংঘর্ষটি ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে আরো তিনজন সহ মোট ছয়জন মারা গেছেন। নিহতদের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের রাজবাড়ী ও কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
Leave a Reply