নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে আব্দুল ওয়াহেদ (৭০) নামক এক ব্যক্তির নামাজ রত অবস্থায় মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। উপজেলার ছোট বগী ইউনিয়নের সুন্দরীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল আহাদ মিয়া জুমার নামাযের উদ্দেশ্যে তালতলীর মার্কাজ জামে মসজিদে নামাজে অংশগ্রহণ করেন। তবে নামাজ শেষে আর বাড়িতে ফেরা হয়নি তার। হঠাৎ করে জায়নামাজে হেলে পড়ে বুকে প্রচণ্ড ব্যথা হয় তার এবং জায়নামাজেই তার মৃত্যু হয়। পরক্ষণে তার আত্মীয় স্বজনরা এসে তাকে সুন্দরীয়া (গ্রামের বাড়ি) নিয়ে যায়।
এ বিষয়ে মসজিদের একাধিক মুসল্লিরা জানায়, আব্দুল ওয়াহেদ নামাযের উদ্দেশ্যে মসজিদে আসেন। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে আমরা তাকে ধরে জায়নামাজে শোয়াই তিনি সেখানে মৃত্যুবরণ করেন। পরে তার আত্মীয়-স্বজন এসে লাশ নিয়ে যায়। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
Leave a Reply