Welcome
আইন ও বিচার আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ধর্ম ও জীবন

চলে গেলেন ড. ইনামুল হক

বিনোদন রিপোর্ট : অভিনেতা ড. ইনামুল হক আজ সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইনামুল হকের মেয়ে হৃদি হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নাট্যকার হিসেবে ড. ইনামুল হক’র পথচলা শুরু ১৯৬৮ সালে। প্রথম লেখা নাটকের নাম ‘অনেকদিনের একদিন’। আবদুল্লাহ আল মামুন নাটকটি প্রযোজনা করেছিলেন টেলিভিশনের জন্য। এ পর্যন্ত টেলিভিশনের জন্য ৬০টি নাটক লিখেছেন তিনি।

তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর’।

মঞ্চের জন্য প্রথম নাটক লেখা নাটকের নাম ‘বিবাহ উৎসব’। এটি লিখেছিলেন উদীচীর জন্যে। তার নিজ দল নাগরিক নাট্যাঙ্গনের জন্য প্রথম লেখা নাটকের নাম ‘গৃহবাসী’। ১৯৮৩ সালে লেখা হয় নাটকটি। ঢাকার মঞ্চে বেশ আলোচিত নাটক এটি।

 

Related posts

যে কারণে বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলো না

admin

৭ জেলায় লকডাউন শুরু, প্রায় বিচ্ছিন্ন ঢাকা

admin

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৫৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

admin

Leave a Comment

Translate »