Welcome
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয়

সরকার কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি: তথ্যমন্ত্রী

একুশের আলো রিপোর্ট : সরকার কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২ অক্টোবর) চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে বছরের পর বছর ধরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছে। এতে দেশ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমরা যে ব্যবস্থা নিয়েছি, সেটিকে টেলিভিশন মালিকদের সংগঠন, সম্প্রচার জার্নালিস্ট ফোরামসহ সকলে অভিনন্দন জানিয়েছে। আমরা আশা করবো, বিদেশি চ্যানেলগুলো খুব সহসাই বিজ্ঞাপনমুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে।

তিনি আরও বলেন, দেশীয় টেলিভিশনগুলোকে বাঁচাতে পুরনো আইনের কঠোর প্রয়োগ শুরু করা হয়েছে। বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল চালু থাকায় বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে দেশের।

Related posts

গুলশানে মিতু নামে এক তরুণীর মরদেহ উদ্ধার

admin

বরগুনার পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ আটক ১

admin

ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না: সিইসি

admin

Leave a Comment

Translate »