Welcome
আইন ও বিচার আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ বিনোদন ব্রেকিং নিউজ ভিডিও নিউজ সাক্ষাৎকার

ঢাকা মেডিকেলের দালাল ধরতে ঝটিকা অভিযান

একুশের আলো ডেস্ক | ঢাকা মেডিকেলে দালালদের দৌরাত্মে সেবা পাওয়াই কঠিন। দীর্ঘদিনের এই অভিযোগের প্রমাণও মিললো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। যাতে ২৪ দালালকে সাজা দিলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেডিকেলের কয়েকজন স্টাফকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টা ঢাকা মেডিকেলে অভিযান শুরু হয় র‍্যাবের ভ্রাম্যমান আদালতের। টার্গেট দালাল চক্রের সদস্য।

বহিরাগতদের সাথে আটক করা হয় বেশ কয়েকজন মেডিকেল স্টাফকে। যদিও তাদের ছাড়িয়ে নিতে শুরু হয় দোড় ঝাপ। দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির ঢাকা মেডিকেল সরকারি কল্যান সমিতির সেক্রেটারি শিপন মিয়া। ছিলেন ঢাকা মেডিকেলের সহকারি পরিচালক ডা. আশরাফুল আলমও।

অভিযান শেষে র‍্যাব জানায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্টাফদের জড়িত থাকার প্রমান পেলে ব্যবস্থা নেবে ঢাকা মেডিকেল কতৃপক্ষ।

র‍্যাব জানায়, ঢাকা মেডিকেলে সেবা পেতে প্রথম বাধা এই দালার চক্র। অভিযানে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২৪ জনকে।

ঢাকা মেডিকেলে সু-চিকিৎসা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

Related posts

জেলা ও বিভাগীয় পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দেবে দৈনিক একুশের আলো

admin

চামড়ার দাম ঠিক করল বাণিজ্য মন্ত্রণালয়

admin

হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব

admin

Leave a Comment

Translate »