Welcome
আইন ও বিচার আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ বিনোদন ব্রেকিং নিউজ ভিডিও নিউজ সাক্ষাৎকার

বাজেট অধিবেশন শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক | একুশের আলো | আগামীকাল বুধবার (২ জুন) বাজেট অধিবেশন শুরু হচ্ছে। করোনকালে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। অধিবেশনে যোগ দিতে চাওয়া সংসদ সদস্য ও মন্ত্রীদের তিন দিন পর পর করোনার টেস্ট করানো, অধিবেশন সংশ্লিষ্ট সাংবাদিকসহ সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যারা অধিবেশন কক্ষে থাকবেন তাদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে। সবাইকে দুইটি করে মাস্ক পরার নির্দেশনাসহ ৫৬টি প্রস্ততি নেওয়া হয়েছে।

জানা গেছে, সংসদে বাজেট পেশ হবে ৩ জুন (বৃহস্পতিবার)। এদিন বাজেট পেশের আগে দুপুর ১২টায় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অর্থ বিলে স্বাক্ষর করবেন। এরপর ৩টায় অধিবেশন শুরু হবে। এবারের বাজেট অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

বাজেট অধিবেশনের ১২ কার্যদিবসে যা থাকছে:

বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল ২ জুন (বুধবার) বিকেল ৫টায়। অধিবেশন শুরু হওয়ার পর শোক প্রস্তাব, আলোচনা ও গ্রহণ করা হবে। এরপর সংসদ মুলতবি হবে।

৩ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বাজেট উত্থাপন ও অর্থ বিল উত্থাপন। এরপর থেকে প্রতিদিনের কার্যদিবস সকাল ১১টায় শুরু হবে।

৬ জুন (রবিবার) কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপন (যদি থাকে), চারটি বিল উত্থাপন এবং সম্পূরক বাজেটের উপর আলোচনা।।

Related posts

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জুন পর্যন্ত

admin

১৫ জুলাই থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকান-শপিংমল

admin

রেলে ১০-১২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে: মন্ত্রী

admin

Leave a Comment

Translate »