Welcome
আইন ও বিচার আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ বিনোদন ব্রেকিং নিউজ ভিডিও নিউজ সাক্ষাৎকার

বরগুনায় জেলের জালে মিলল শিশুর লাশ

মোঃ রাব্বি | পাথরঘাটা প্রতিনিধি | এবার বরগুনায় এক জেলের জালে মাছের পরিবর্তে মিলল এক শিশুর লাশ। শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে পাথরঘাটা থানার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের আরিফা (২১ মাস )নিজ বাড়ি সংলগ্ন খালে হাত পা ধোয়ার সময় অসাবধানতা বশত পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হয় । নদীতে  বন্যার কারনে পানিতে তীব্র স্রোত ও ঘূর্ণনের সৃষ্টি হওয়ায় শিশুটিকে আর খুজে পাওয়া যায়নি।

এ ঘটনার সময় তার সঙ্গে আরো একটি শিশু খেলা করছিল বলে প্রতিবেশীরা জানায়।

পরিবারের অলক্ষে শিশুটি নিখোঁজ হওয়ার পরে স্বজনরা ব্যাপক খোজাখুজি চালায় ওই খালে।

দক্ষিণ কাঠালতলী এলাকার বাসিন্দা রাসেল জানান প্রায় ৮ ঘন্টা পর বিকেল পাঁচটার দিকে ৪ কিলোমিটার দক্ষিণে বয়ায়গুদিঘাটা নামক স্থানে শাহানা বেগম নামক জনৈক মহিলার মাছধরা জালে সন্ধান মেলে মৃত শিশুটির লাশ।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করেছেন। পাথরঘাটা থানার অফিসার ইন চার্জ জনাব আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মৃত্যুতে মা-বাবা সহ পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

Related posts

কঠোর লকডাউন শুরু

admin

বাংলাদেশ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছে, শেখ হাসিনা

admin

হেফাজতের নায়েবে আমির আব্দুল কাদের গ্রেফতার

admin

Leave a Comment

Translate »