Welcome
জাতীয় প্রবাস সংবাদ ব্রেকিং নিউজ

স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

একুশের আলো ডেস্ক || কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও কিছুটা প্রশান্তি ফিরেছে।

বুধবার রাত সাড়ে ১১টার পর মুষধলধারে বৃষ্টি শুরু হয়।

বিগত বেশকিছুদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছিল। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রোদের তীব্রতায় বাইরে বের হওয়ার জো নেই ছিল না।

তবে আবহাওয়া অধিদপ্তর আজ বৃষ্টির আভাস দিলেও সকাল থেকে তীব্র রোদ ছিল রাজধানীর আকাশে। দুপুর গড়িয়ে বিকাল হলেও বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি নামল রাতে।

টানা কয়েক দিন গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে গতকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। গতকাল খুলনার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৮ ডিগ্রি ও রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Related posts

স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই সড়ক-মহাসড়ক, নৌপথে নেমেছে ঘরমুখো মানুষের ঢল

admin

সড়কগুলোতে মানুষ-যানবাহনের চাপ বেড়েছে

admin

খুলনাতেও বাড়ছে করোনার প্রকোপ, ১০দিনে মৃত্যু ৮, গতকাল শনাক্ত ৩০

admin

Leave a Comment

Translate »