Welcome
জাতীয় প্রবাস সংবাদ বাংলাদেশ সাক্ষাৎকার

তাপাদহ চলবে, ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ায় কোন সম্ভাবনা নেই

একুশের আলো রিপোর্ট || দেশের বিভিন্ন এলাকায় যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই।

সোমবার সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। তবে ৭২ ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

Related posts

গাজায় ১১ দিনে শিশুসহ ২৪৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

admin

শিষ্যের হাতে গুরু ধরা, পরকীয়ার জেরে তিন লাখ টাকার কিলিং মিশন

admin

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৫০ বছর

admin

Leave a Comment

Translate »