Welcome
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় বাংলাদেশ বিনোদন ব্রেকিং নিউজ ভিডিও নিউজ

৬ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ডেস্ক রিপোর্ট : দেশের ছয় বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আগামী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. গতিতে একাধিক এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যা কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে।

আরও বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Related posts

বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ ট্রলার ডুবি, ৩জেলে নিখোঁজ

admin

হেফাজত নেতা রফিকুল ইসলাম’র মুক্তির দাবীতে নেত্রকোনায় সাংবাদিক সন্মেলন

admin

বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ, এরপর?

admin

Leave a Comment

Translate »