Welcome
জাতীয় বাংলাদেশ ভিডিও নিউজ

আগামীকাল থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত

এসকে জামান : মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর নিষেধাজ্ঞার ভেতরে বুধবার ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশনে গণপরিবহন চালুর সিদ্ধান্তের পর আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খুলে রাখা যাবে। আর এ সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ সিদ্ধান্ত এসেছে। শুক্রবার থেকে তা কার্যকর হবে।

এর আগে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় ৪ এপ্রিল দ্বিতীয় দফায় সারাদেশে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে লকডাউনে গণপরিবহন- বাস, ট্রেন, লঞ্চ, প্লেন চলাচল বন্ধ থাকার কথা বলা হয়।

এছাড়া সরকারি-বেসরকারি অফিস-আদালত জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখার কথাও বলা হয়। শপিংমল-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।

Related posts

খুলনাতেও বাড়ছে করোনার প্রকোপ, ১০দিনে মৃত্যু ৮, গতকাল শনাক্ত ৩০

admin

যে কোন সময় বহিষ্কার হতে পারেন মামুনুল হক

admin

বুধবার থেকে ঈদের ছুটি শুরু

admin

Leave a Comment

Translate »