Welcome
জাতীয় বাংলাদেশ ব্রেকিং নিউজ ভিডিও নিউজ

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার

 

সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) এ তথ‌্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবিত আল হাসান নামের লঞ্চটি ডুবে যাওয়ার পর রোববার (৪ এপ্রিল) পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর আজ দুপুর পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়। সেখান থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল হাসান নামের লঞ্চটি একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। রাতভর উদ্ধার অভিযান চালনো হয়। ১৮ ঘণ্টা পর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে লঞ্চটি তীরে তোলা হয়।

তীরের অনেক কাছে লঞ্চটি ডুবে যাওয়ার পরও উদ্ধার করতে ১৮ ঘণ্টা সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেন তীরে অপেক্ষারত নিখোঁজদের স্বজনরা। লঞ্চটি তীরে আনা হলে ভিড় করেন স্বজনরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

 

Related posts

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে

admin

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দুই এমপির শপথ

admin

টিকার সনদ ব্যাতিত নো মুভমেন্ট, অন্যথায় শাস্তি

admin

Leave a Comment

Translate »