Welcome
জাতীয় বাংলাদেশ ব্রেকিং নিউজ

বরগুনা তালতলিতে সাংবাদিক ঐক্যজোট”র আহবায়ক কমিটি গঠন, হাসান আহবায়ক জিয়া সদস্য সচিব

একুশের আলো ডেস্ক : কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে বরগুনা জেলার তালতলি উপজেলা শাখায় সাংবাদিক ঐক্যজোট”র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এস এম আবুল হাসানকে আহবায়ক (দৈনিক দিগন্তর) এবং ইমরান জিয়াকে সদস্য সচিব করে (দৈনিক একুশের আলো) ০৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উক্ত আহবায়ক কমিটিকে যাচাই বাছাই পূর্বক তা পূর্নাঙ্গ কমিটিতে রুপান্তর করা হবে।

সাংবাদিক ঐক্যজোট”র কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহবাজ জামান এবং সাধারন সম্পাদক শাহবুল ইসলাম সুমন এর যৌথ সাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন

মোঃ ইব্রাহিম সুমন (দৈনিক চৌকস)
মোঃ বেলাল হোসাইন (দৈনিক দেশের কন্ঠ)
মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক গনতদন্ত)
মোঃ ইদ্রিসুর রহমান হৃদয় (দৈনিক দিগন্তর)
মোঃ মিলন গাজী (দৈনিক বারিশাল মুখপাত্র) আরিফ খান জয় (দৈনিক এটুজেট বার্তা)
মোঃ নাজমুল (চ্যানেল সিক্স বাংলা)
উক্ত আহবায়ক কমিটি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে তা পূর্নাঙ্গ কমিটিতে রুপ নেবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Related posts

সারাদেশে লকডাউনের পরিবর্তে শাটডাউনের প্রস্তুতি নিচ্ছে সরকার

admin

সবুজ পরিবেশ বান্ধব,পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে জনউদ্যোগের বর্ণাঢ্য র‌্যালি

admin

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

admin

Leave a Comment

Translate »